Country

8 months ago

নয়া সেনা সর্বাধিনায়ক পদের দায়িত্ব নিলেন অনিল চৌহান, বললেন প্রত্যাশা পূরণের চেষ্টা করব

Anil Chuhan
Anil Chuhan

 


নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর : ভারতের নতুন সেনা সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস) পদের দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। প্রয়াত জেনারেল বিপিন রাওয়তের উত্তরসূরি হলেন অনিল চৌহান, তিনিই দেশের দ্বিতীয় সেনা সর্বাধিনায়ক। শুক্রবার দেশের নতুন সেনা সর্বাধিনায়ক পদের দায়িত্বভার গ্রহণ করার পর সিডিএস অনিল চৌহান বলেছেন, "ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদের দায়িত্ব নিতে পেরে আমি গর্বিত। চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে আমি যাবতীয় প্রত্যাশা পূরণের চেষ্টা করব।" এদিন সিডিএস পদের দায়িত্বভার নেওয়ার সময় অনিল চৌহানের পাশেই ছিলেন তাঁর স্ত্রী অনুপমা চৌহান।

সিডিএস পদের দায়িত্বভার নেওয়ার প্রাক্কালে এদিন সকালে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) অনিল চৌহান। সেই সময় অনিল চৌহানের সঙ্গে ছিলেন তাঁর বাবা সুরেন্দ্র সিং চৌহান। সাউথ ব্লকে গার্ড অফ ওনারে অভ্যর্থনা জানানো হয় দেশের নতুন সেনা সর্বাধিনায়ককে। উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী, নৌবাহিনীর ভাইস চিফ ভাইস অ্যাডমিরাল এস এন ঘোরমাদে এবং এয়ার মার্শাল বিআর কৃষ্ণ। সিডিএস অনিল চৌহান এদিন বলেছেন, "আমরা একসঙ্গে সমস্ত চ্যালেঞ্জ ও অসুবিধা মোকাবেলা করব।" প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান ২০২১ সালের মে মাসে পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধানের পদ থেকে অবসর নিয়েছিলেন। উত্তর-পূর্ব ভারত এবং কাশ্মীরের সন্ত্রাস দমনে ‘বিশেষজ্ঞ’ সেনার অন্দরে তাঁর পরিচিতি রয়েছে।


You might also like!