আমেঠি, ১৪ মে : দেশে এখন তোষণের রাজনীতির অবসান হয়েছে, বিজেপি নেতারা উন্নয়ন ও রিপোর্ট কার্ডের নিরিখে কথা বলেন। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। মঙ্গলবার উত্তর প্রদেশের আমেঠির নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, "এই নির্বাচন শুধুমাত্র স্মৃতি ইরানিকে সাংসদ বানানোর জন্য নয়। এই নির্বাচন মোদীজিকে সাংসদ বানিয়ে, তাঁর নেতৃত্বে বিকশিত ভারতের সংকল্প পূরণের সংকল্পের যাত্রা।"
নাড্ডা আরও বলেছেন, "গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে ভারতের রাজনৈতিক মানচিত্রে দু'টি বিষয়ে বিশাল পার্থক্য রয়েছে। প্রথমত ২০১৪ সালের আগে ভারতের সাধারণ নাগরিক বিশ্বাস করেছিল যে রাজনীতিতে কিছুই বদলাবে না, সব রাজনীতিবিদ একই, এখানে কিছুই বদলাবে না। কিন্তু এখন ১০ বছর পর ভারতের সাধারণ মানুষ এই বিশ্বাস নিয়ে হাঁটতে শুরু করেছে যে মোদীজির নেতৃত্বে ভারত এখন উন্নয়নের সংকল্প নিয়ে এগিয়ে চলেছে। দ্বিতীয়ত ১০ বছর আগে ভারতীয় রাজনীতির সংজ্ঞা ছিল শুধুমাত্র তোষণ, ভোটব্যাঙ্ক, জাতপাত এবং আঞ্চলিকতা। কিন্তু, এখন ভারতের রাজনীতি উন্নয়নের রাজনীতিতে পরিণত হয়েছে।"