বারাণসী, ১১ এপ্রিল : আয়ুষ্মান ভারত যোজনার সুফল তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, এখন আয়ুষ্মান কার্ডের মাধ্যমে চিকিৎসার খরচ বহন করবে সরকার। শুক্রবার বারাণসীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "যখন আপনারা আমাদের তৃতীয়বারের জন্য আশীর্বাদ করেছেন, তখন আমরাও ভালোবাসার সঙ্গে সেবক হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি। আমার গ্যারান্টি ছিল, বয়স্কদের চিকিৎসা বিনামূল্যে হবে; এরই ফলাফল হলো আয়ুষ্মান ভায়া বন্দনা যোজনা। এই প্রকল্পটি বয়স্কদের চিকিৎসার পাশাপাশি তাদের সম্মানের জন্যও।"
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এখন চিকিৎসার জন্য জমি বিক্রি করার দরকার নেই, এখন চিকিৎসার জন্য ঋণ নেওয়ার প্রয়োজন নেই, এখন চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানোর দরকার নেই, এখন সরকার আয়ুষ্মান কার্ডের মাধ্যমে আপনার চিকিৎসার খরচ বহন করবে।" মোদী আরও বলেছেন, "এখন যারাই কাশী আসেন, তাঁরা এখানকার পরিকাঠামো এবং সুযোগ-সুবিধার প্রশংসা করেন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ বারাণসী আসেন, বাবা বিশ্বনাথের দর্শন করেন এবং মা গঙ্গায় স্নান করেন। প্রতিটি ভ্রমণকারী বলে - বারাণসী অনেক বদলে গিয়েছে।"