Country

3 weeks ago

Weather Update: উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা হ্রাসের পূর্বাভাস, ঘন কুয়াশারও সতর্কতা জারি

Weather Update
Weather Update

 

নয়াদিল্লি, ১৭ নভেম্বর : উত্তর-পশ্চিম ও মধ্য ভারতে আগামী ৩-৪ দিন তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। একইসঙ্গে জারি করা হয়েছে অতি ঘন কুয়াশার সতর্কতাও। আইএমডি পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৩-৪ দিন উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাবে।

এছাড়াও দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, উত্তর-পশ্চিম রাজস্থান, পূর্ব উত্তর প্রদেশ এবং বিহারে রাত এবং সকালের সময় ঘন থেকে অতি ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে। বাতাসের গুণমান ক্রমাগত অবনতি হওয়ায় রবিবার সকালে উত্তর প্রদেশের গাজিয়াবাদ শহর ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আবার আলিগড় শহরে এদিন সকালের দিকে ব্যাপক কুয়াশা ছিল, কুয়াশার দাপট ছিল তাজনগরী আগ্রাতেও।


You might also like!