Country

1 month ago

Diwali 2025: দিল্লিতে এবার বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা নেই, দূষণ আবহে শঙ্কায় পরিবেশবিদরা

Diwali in Delhi
Diwali in Delhi

 

নয়াদিল্লি, ১৮ অক্টোবর : রাজধানী দিল্লিতে এবার বাজি পোড়ানোয় কোনও নিষেধাজ্ঞা নেই। পরিবেশবান্ধব বাজি পোড়ানোর ক্ষেত্রে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু, বায়ুদূষণের আবহে রীতিমতো শঙ্কায় রয়েছেন পরিবেশবিদরা। দিল্লিতে শনিবার সকালেও বাতাসের গুণগতমান ছিল মন্দ পর্যায়ে। আগামী দিনগুলিতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই আবহে বাজি পোড়ালে পরিস্থিতি কি হবে, তা নিয়েই শঙ্কায় পরিবেশবিদরা। এই বছর দীপাবলি উদযাপনের জন্য দিল্লি যখন প্রস্তুতি নিচ্ছে, তখন সুপ্রিম কোর্ট পরিবেশবান্ধ বাজি ব্যবহারের অনুমোদন দিয়েছে। যদিও তা নিয়ন্ত্রিত, কিন্তু পরিবেশবিদরা এবং প্রাণী অধিকার গোষ্ঠীগুলির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। তাঁরা আশঙ্কা করছেন, এই ধরণের বাজির কারণেও প্রাণীদের মধ্যে দুর্দশার ঘটনা বৃদ্ধি পেতে পারে।

You might also like!