Country

2 months ago

Nityananda Rai :বিদেশের মাটিতে দেশের অপমান করে কংগ্রেস, এই দলের কথা বলার অধিকার নেই : নিত্যানন্দ রাই

Nityananda Rai
Nityananda Rai

 

নয়াদিল্লি, ১৫ মার্চ : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা নিত্যানন্দ রাই। বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিত্যানন্দ রাই বলেছেন, নির্বাচন আসছে তাই তাঁদের কিছু তো করতে হবে। তাঁরা দেশের প্রতিষ্ঠান ও সংস্থাকে অসম্মান করে, এটা খুবই অন্যায়। এই দলের কথা বলার অধিকার নেই। তাঁরা গণতন্ত্রকে অসম্মান করে এবং বিদেশে দেশের বিরুদ্ধে কথা বলে। কংগ্রেস দেশের বিরুদ্ধে কাজ করে।

এদিনই কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "আমরা আদানি ইস্যু তদন্তের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)-র দাবি করেছি। যাইহোক, বিজেপি জেপিসি চায় না কারণ এটি দুর্নীতিকে প্রকাশ্যে আনবে এবং তাঁদের আসল চেহারা প্রকাশ করবে। তাঁরা যখন বিরোধী দলে ছিল তখন জেপিসি চেয়েছিল, এখন তাঁরা ভয় পাচ্ছে।" অধীরের এই কথার প্রেক্ষিতে নিত্যানন্দ রাই বলেছেন, কংগ্রেসকে থামানোর দরকার নেই আমাদের। আমরা এ বিষয়ে খোলামেলা আলোচনা করতে প্রস্তুত। আমরা পিছপা হব না, কারণ আমরা দেশের জন্য ভালো সরকার। এমনকি আমরা কাউকে ভয় পাই না। বিরোধী দলের সমস্যা সবাই বোঝেন।

You might also like!