Country 6 months ago

Nitish Kumar met Sitaram in Delhi : বামেরা, বিভিন্ন আঞ্চলিক দল ও কংগ্রেস যদি একত্রিত হয় তাহলে সেটা বিরাট ব্যাপার হবে : নীতীশ কুমার

Nitish Kumar met Sitaram in Delhi

 

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : বিরোধী ঐক্য তৈরি করতে এবার তৎপর বিহারের মুখ্যমন্ত্রী ও জেডি (ইউ) প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার দিল্লিতে সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরির সঙ্গে বৈঠকের পর নীতীশ কুমার জানালেন, "বাম দল, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল এবং কংগ্রেস যদি একত্রিত হয়, তাহলে সেটি একটি বিরাট ব্যাপার হবে।" একইসঙ্গে নীতীশ দাবি করেছেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার কোনও ইচ্ছে নেই তাঁর।

মঙ্গলবার দিল্লিতে সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরির অফিসে যান বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানে তাঁদের মধ্যে জাতীয় রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা গিয়েছে। নীতীশ এদিন বলেছেন, "আমরা একসঙ্গে আছি, তাই আমি এখানে আসছি।" পরে সীতারাম ইয়েচুরিকে পাশে নিয়ে নীতীশ কুমার বলেছেন, "আমরা আলোচনা করেছি যে, বাম দল, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দল এবং কংগ্রেস যদি একত্রিত হয়, তাহলে সেটি একটি বিরাট ব্যাপার হবে।" প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জল্পনা প্রসঙ্গে নীতীশ কুমার বলেছেন, "আমি দাবিদার না। এমন কোনও ইচ্ছেও নেই।" সিপিআই (এম) নেতা সীতারাম ইয়েচুরি বলেছেন, "পুনরায় এই অফিসে আসার জন্য আমি তাঁকে স্বাগত জানাচ্ছি। এটা দেশের রাজনীতির জন্য ইতিবাচক লক্ষণ। বিরোধী দলগুলিকে একসঙ্গে দেশ ও সংবিধান বাঁচাতে হবে।"


You might also like!