নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর : দিল্লি সফরে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লি সফরে এসে সোমবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছেন জেডিইউ প্রধান নীতীশ কুমার। এদিন দিল্লিতে লালুর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছেন নীতীশ কুমার। সেই সময় উপস্থিত ছিলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও লালুপ্রসাদ যাদবের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করতে পারেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী দেখা করতে পারেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গেও। নীতীশ অবশ্য নিজেই জানিয়েছেন, আমি লালু প্রসাদ যাদবের সঙ্গে কথা বলেছি...আমি রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। রাহুল গান্ধীর সঙ্গেও দেখা করব।