Country 6 months ago

Nitish Kumar birthday wishes to PM Modi : প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনে অভিনন্দন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

Nitish Kumar birthday wishes to PM Modi

 

পটনা, ১৭ সেপ্টেম্বর : এনডিএ থেকে বিচ্ছেদের পর বিহারে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে নীতীশ কুমার টুইট করে লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিকে জন্মদিনের শুভেচ্ছা, তাঁর সুস্থ ও দীর্ঘায়ু কামনা করছি। যদিও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব এই খবর লেখা পর্যন্ত প্রধানমন্ত্রীকে জন্মদিনে অভিনন্দন জানাননি। জনতা দল ইউনাইটেডের প্রাক্তন জাতীয় সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিংও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। তার টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ভারতের সফল এবং জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বরের কাছে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

You might also like!