Country 6 months ago

Nirmala Sitaraman at a business conference : ভারতের ডিজিটাল বিপ্লব আমেরিকায় বিনিয়োগের সুযোগ প্রদান করে : নির্মলা সীতারামন

Nirmala Sitaraman at a business conference

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : ভারতের ডিজিটাল বিপ্লব আমেরিকার জন্য বিনিয়োগের সুযোগ প্রদান করেছে। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বুধবার দিল্লিতে এক ব্যবসায়িক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ডিজিটাল কমার্সের জন্য ভারতের ওপেন নেটওয়ার্ক খুচরা ও উৎপাদন সেক্টরে বিপ্লব ঘটিয়েছে।

ব্যবসায়িক সম্মেলনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আরও বলেছেন, "চাকরি, সম্পদের সুষম বণ্টন এবং ভারত এখনও বৃদ্ধির পথে রয়েছে তা নিশ্চিত করাই আমাদের শীর্ষ অগ্রাধিকার। মুদ্রাস্ফীতি লাল অক্ষর নয়, যেমনটি আমরা গত কয়েক মাসে দেখিয়েছি, আমরা তা কিছুটা পরিচালনাযোগ্য স্তরে আনতে সক্ষম হয়েছি।"

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান আরও বলেছেন, আইটি মন্ত্রী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং আশ্বস্ত করেছেন যে নতুন বিল শীঘ্রই প্রস্তুত হবে। আমরা শীঘ্রই একটি নতুন তথ্য গোপনীয়তা বিল আনব, যা হবে পরামর্শের একটি গুণফল এবং আমাদের মধ্যে বেশিরভাগ গোপনীয়তা বিল নিয়ে এই ধরনের সমস্ত উদ্বেগের সমাধান করবে।


You might also like!