Country

1 month ago

Jammu and Kashmir: উপত্যকায় সেনার গুলিতে নিকেশ এক জঙ্গি

Jammu and Kashmir
Jammu and Kashmir

 

শ্রীনগর, ৬ নভেম্বর : সাতসকালে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় অভিযান। সেনার গুলিতে খতম এক জঙ্গি। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার চিনার কপসের তরফে জানানো হয়, জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় অভিযান চলছে। সেনার গুলিতে নিকেশ হয়েছে এক জঙ্গি।

উল্লেখ্য, উত্তর কাশ্মীরের কূপওয়াড়া জেলার লোলাব এলাকার দাইভার আন্দারবাগ এলাকাতেও জঙ্গিদের লুকিয়ে থাকার গোপন খবরের ভিত্তিতে সেনা, পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালায়। সেনা বাহিনীর চিনার কপসের মুখপাত্র জানান জঙ্গিরাও বাহিনীকে লক্ষ্য করে পাল্টা গুলি ছুড়তে শুরু করে। দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই।

You might also like!