Country

9 months ago

NIA announces 25 lakh Bounty on Dawood : এবার বড় পদক্ষেপ এনআইএ-এর, দাউদ ইব্রাহিমের নামে ২৫ লক্ষ আর্থিক পুরষ্কার ঘোষণা

NIA announces 25 lakh Bounty on Dawood
NIA announces 25 lakh Bounty on Dawood

 

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : বড় পদক্ষেপ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-এর। আন্ডার ওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা করল এই তদন্তকারী সংস্থা। দাউদের খোঁজ দিলে বা তাঁর সন্ধান দিলে মিলবে ২৫ লক্ষ টাকা নগদ পুরষ্কার, জানিয়েছে এনআইএ। এর প্রেক্ষিতে বলাই যায় দাউদের মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই মাথার দাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাউদ ঘনিষ্ঠ একাধিক দুষ্কৃতী ও জঙ্গির নামেও একইভাবে জারি করা হয়েছে আর্থিক পুরষ্কার। তালিকায় নাম রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, হাজি আনিস ও আব্দুল রাজ্জাক মেননের যিনি টাইগার মেননের সহযোগী। তাদের প্রত্যেকের নামে ২০ লক্ষ টাকার মাথার দাম ঘোষণা করেছে এনআইএ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, দাউদের গ্যাং ডি কোম্পানি, ভারতে বেআইনি অস্ত্র, বিস্ফোরক, মাদক ও জালনোটের ব্যবসা চালাত। ১৯৯৩ সালের মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ। তিনিই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে হাত মিলিয়ে ভারতে বিস্ফোরকের পাচার করে। সেই বিস্ফোরকের জন্যই মুম্বইতে ১৯৯৩ সালে ধারাবহিক বিস্ফোরণ হয়। যার ফলে ২৫৭ জনের মৃত্যু ও ৭০০ নিরীহ মানুষ আহত হন। ইতিমধ্যেই ইউএন সিকিউরিটি কাউন্সিলে দাউদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার প্রস্তাব দিয়েছে ভারত।


You might also like!