Country

3 weeks ago

NF Rail : গত অক্টোবরে ৯২১টি পণ্যবাহী রেক আনলোড এনএফ রেলের

NF Rail
NF Rail

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  উত্তরপূর্ব সীমান্ত (এনএফ) রেলওয়ে তার অধিক্ষেত্রের অধীনে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় সামগ্রী সরবরাহের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারই অংশ হিসেবে চলতি বছরের অক্টোবর মাসে ৯২১টি পণ্যবাহী রেক আনলোড করেছে। এর মধ্যে এফসিআই-এর চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্যশস্য, সার, সিমেন্ট, কয়লা, শাক-সবজি, অটো, ট্যাংকের মতো পণ্যসামগ্রী এবং অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করার পাশাপাশি নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা আজ শনিবার এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, গত অক্টোবরে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৩৪টি রেক আনলোড করা হয়েছে। যার মধ্যে ৩০৪টি রেকে অত্যাবশ্যক সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৫৯টি, নাগাল্যান্ডে ১৫টি, অরুণাচল প্রদেশে ১০টি, মণিপুরে দুটি এবং মিজোরামে একটি রেক আনলোড করা হয়েছে।এছাড়া, অক্টোবর মাসে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অন্তর্গত পশ্চিমবঙ্গে ১৬০ পণ্যবাহী রেক ও বিহারে ১৪০টি পণ্যবাহী রেক আনলোড করা হয়।

গুরুত্বপূর্ণ সেকশনগুলিতে দ্বৈতকরণ কাজের দ্রুত সম্পাদন করা, আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী পণ্য পরিবহণের চলাচল বৃদ্ধি ঘটেছে। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন-অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি মাল আনলোডিংও বৃদ্ধি পেয়েছে বলে প্ৰেস বার্তায় দাবি করা হয়েছে।

You might also like!