Country

2 weeks ago

New Pamban Bridge: নতুন পামবান সেতুর উদ্বোধন রবিবার, শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে

New Pamban Bridge, India's First Vertical Lift Sea Bridge In Tamil Nadu
New Pamban Bridge, India's First Vertical Lift Sea Bridge In Tamil Nadu

 

নয়াদিল্লি, ৫ এপ্রিল : রবিবার, ৬ এপ্রিল রামনবমীর দিন উদ্বোধন হতে চলেছে নতুন পামবান সেতুর। ওই দিন নতুন পামবান সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও ওই দিন তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দিরে প্রার্থনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পামবান সেতু উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরকদমে। রামেশ্বরমে নতুন পামবান রেল সেতুর উদ্বোধনের আগে প্রস্তুতি চলছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২.৮ কিলোমিটার লম্বা এই নতুন পামবান সেতু রামেশ্বরম দ্বীপকে ভারতের প্রধান ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবে।

You might also like!