শ্রীহরিকোটা, ২৯ মে: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে নিজস্ব উন্নত ন্যাভিগেশন স্যাটেলাইট জিএসএলভি-এফ ১২ এবং এনভিএস-০১ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইসরো।
এই উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছিল রবিবার সকাল ৭টা ১২ মিনিট থেকেই, অবশেষে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চপ্যাড থেকে সোমবার সকাল ১০.৪২ মিনিটে রকেটের পিঠে চাপিয়ে দু''টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। ২ হাজার ২৩২ কেজি ওজনের এনভিএস-০১ কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের উদ্দেশ্যে জিএসএলভি-এফ ১২ রকেটের ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রজন্মের ‘ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেললেশন সিরিজের’ এটি প্রথম কৃত্রিম উপগ্রহ।