Country

1 week ago

Narendra Modi :নেতিবাচক চিন্তাভাবনা ও স্বার্থপরতাই শত্রু, এগুলির ওপর জয়লাভই আসল বিজয় : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ এপ্রিল : নেতিবাচক চিন্তাভাবনা, অসততা ও স্বার্থপরতাই শত্রু, এগুলির ওপর জয়লাভই আসল বিজয়। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত 'নবকার মহামন্ত্র দিবস' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "নবকার মন্ত্র বলে নিজের ওপর বিশ্বাস রাখো। শত্রু বাইরে নয়, আমাদের মধ্যেই আছে। নেতিবাচক চিন্তাভাবনা, অসততা, স্বার্থপরতা, এগুলোই শত্রু এবং এগুলির ওপর জয়লাভ করাই আসল বিজয়। জৈন ধর্ম আমাদের নিজেদের ওপর জয়লাভ করতে অনুপ্রাণিত করে।"

'নবকার মহামন্ত্র দিবস' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনগণকে ৯টি সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন। প্রথম সংকল্প - জল সংরক্ষণের সংকল্প, দ্বিতীয় সংকল্প - মায়ের নামে একটি গাছ, তৃতীয় সংকল্প - পরিচ্ছন্নতার মিশন, চতুর্থ সংকল্প - স্থানীয়দের জন্য সোচ্চার, পঞ্চম সংকল্প - দেশ দর্শন, ষষ্ঠ সংকল্প - প্রাকৃতিক কৃষিকাজ গ্রহণ, সপ্তম সংকল্প - স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ, অষ্টম সংকল্প হল - যোগব্যায়াম এবং খেলাধুলাকে জীবনে আনা, নবম সংকল্প হল - দরিদ্রদের সাহায্য করার সংকল্প।

You might also like!