Country

8 months ago

Delhi:কেন্দ্রে ফের সরকার গড়ছে এনডিএ, দিল্লিতে সুরক্ষা ব্যবস্থা আঁটোসাঁটো

NDA is forming the government at the center again, the security system is tight in Delhi
NDA is forming the government at the center again, the security system is tight in Delhi

 

নয়াদিল্লি, ৮ জুন: কেন্দ্রে আবারও সরকার গড়তে চলেছে এনডিএ। রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এনডিএ সংসদীয় দলের নেতা নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যা ৭.১৫ মিনিট নাগাদ এই শপথগ্রহণ অনুষ্ঠান হবে। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত হবে বর্ণাঢ্য শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে দিল্লিতে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবারই এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হন মোদী। এরপর ওই দিনই তৃতীয়বার সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে যান তিনি।


You might also like!