Country

8 months ago

Narendra Modi :এনডিএ সর্বদা দুর্নীতিমুক্ত ও সংস্কারমুখী স্থিতিশীল সরকার দিয়েছে দেশকে : নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৭ জুন : এনডিএ সর্বদা দুর্নীতিমুক্ত ও সংস্কারমুখী স্থিতিশীল সরকার দিয়েছে দেশকে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী তথা এনডিএ সংসদীয় দলের নেতা নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী বলেছেন, "কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ নিজেদের নাম পরিবর্তন করেছে, কিন্তু তাঁরা নিজেদের দুর্নীতির জন্য পরিচিত। নিজেদের নাম পরিবর্তন করা সত্ত্বেও দেশ তাঁদের ক্ষমা করেনি, দেশ তাঁদের প্রত্যাখ্যান করেছে...আমি বলতে পারি, তাঁদের এক দফা এজেন্ডা মাত্র একজনের বিরোধিতা করার কারণেই দেশের মানুষ তাঁদের বিরোধী দলে বসিয়েছে।"

সংবিধান সদন (পুরানো সংসদ)-এর সেন্ট্রাল হলে এনডিএ-র সংসদীয় দলের বৈঠকে মোদী আরও বলেছেন, "দক্ষিণ ভারতে এনডিএ নতুন রাজনীতির ভিত মজবুত করেছে। কর্ণাটক ও তেলেঙ্গানার দিকে দেখুন, সেখানে সম্প্রতি রাজ্য সরকার গঠিত হয়েছে। কিন্তু মানুষের আস্থা মুহূর্তের মধ্যে ভেঙে যায় এবং তাঁরা একটি ভ্রম থেকে বেরিয়ে আসে। তাঁরা কর্ণাটক ও তেলেঙ্গানায় এনডিএ মেনে নিয়েছে। অনেকে জানত যে আমরা হয়তো কোনও আসন জিততে পারব না, কিন্তু আমরা এই লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকব... আমরা হয়তো তামিলনাড়ুর একটি আসনও জিততে পারতাম না কিন্তু সেখানে এনডিএ-র ভোটের ভাগ যে দ্রুততার সঙ্গে বেড়েছে, তা স্পষ্ট বার্তা দিচ্ছে - ''কাল মে কেয়া লিখা হুয়া হ্যায়''। প্রথমবার, আমাদের একজন প্রতিনিধি এসেছেন কেরল থেকে।"


You might also like!