পুণে, ২১ আগস্ট : মহারাষ্ট্রের বদলাপুরে এক স্কুল ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় বুধবার পুণে-তে বিক্ষোভ প্রদর্শন করলো এনসিপি (এসসিপি)। দলের সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে বিক্ষোভ দেখান নেতা ও কর্মীরা। মহিলাদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একনাথ শিন্ডে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান সুপ্রিয়া সুলে। এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে বলেছেন, "মহারাষ্ট্রে অপরাধ বেড়েছে, এটা শুধু আমরাই বলছি না সরকারি তথ্যও তা উল্লেখ করেছে। সেটা পোর্শে মামলা হোক অথবা মাদক। মহারাষ্ট্রে মহিলাদের বিরুদ্ধে অপরাধ অনেক বেড়েছে, বদলাপুরের ঘটনাটি স্পর্শকাতর। যেভাবে উপেক্ষা করা হচ্ছে তা দুঃখজনক।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কিন্ডারগার্ডেনের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রীর বয়স চার। স্কুলেরই শৌচালয়ে যৌন নিগ্রহ করা হয় বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় ছাত্রীর পরিবার। পরে তারা অভিযোগ করে, পুলিশ তাঁদের এফআইআর নেওয়ার ব্যাপারে গড়িমসি করছিল। ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবারই প্রতিবাদে সরব হন স্কুলের অভিভাবকেরা।