Country 5 months ago

নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদায় গন্ডগোল; আহত ৬ জন, তদন্তে পুলিশ

Gujrat Problen

 


খেদা, ৪ অক্টোবর : নবরাত্রি উদযাপনের সময় গুজরাটের খেদা জেলায় ঝামেলা। পাথর নিক্ষেপের ঘটনায় আহত হয়েছেন ৬ জন, ভেঙেছে গাড়ির কাচও। আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হলে, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মাতার তালুকার অন্তর্গত উন্ধেলা গ্রামে।

ডিএসপি (খেদা) রাজেশ গান্ধিয়া জানিয়েছেন, সোমবার রাতে উন্ধেলা গ্রামে নবরাত্রি উদযাপনের সময় আরিফ ও জহির নামে দু'জনের নেতৃত্বে একটি গোষ্ঠী ঝামেলা শুরু করে। পরে তারা পাথর ছুঁড়লে ৬ জন আহত হন। ডিএসপি আরও জানিয়েছেন, অভিযুক্তদের শীঘ্রই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কী কারণে এই ঝামেলার সূত্রপাত, তা জানা যায়নি।


You might also like!