Country

1 month ago

Nayab Singh Saini congratulate : অলিম্পিকে দেশকে গর্বিত করেছে হরিয়ানা: নায়াব সিং সাইনি

Nayab Singh Saini (symbolic picture)
Nayab Singh Saini (symbolic picture)

 

চণ্ডীগড়, ৯ জানুয়ারি : অলিম্পিকে পদকজয়ী দেশের ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি। তিনি বলেন, অলিম্পিকে দেশের জন্য পদক জয়ের জন্য আমি মনু ভাকের এবং সরবজ্যোত সিং উভয়কেই আমি অভিনন্দন জানাই... শীঘ্রই এই খেলোয়াড়দের সংবর্ধিত করা হবে আমাদের তরফে। এঁরা ছাড়াও নীরজ চোপড়াও একটি রৌপ্য পদক জিতেছেন। হকিতে ৩ জন খেলোয়াড় ব্রোঞ্জ পদক জিতেছেন। দেশের খেলোয়াড়রা এখনও পর্যন্ত যে ৫টি পদক জিতেছে তার মধ্যে ৪টি-ই জিতেছে হরিয়ানার খেলোয়াড়রা। হরিয়ানা আবারও অলিম্পিকে দেশকে গর্বিত করলো। এটি রাজ্যের জন্যও গর্বের বিষয়।

You might also like!