Country

1 week ago

PM Modi to participate in 'Navkar Mahamantra Divas': নভকার মহামন্ত্র দিবসের অনুষ্ঠান বুধবার, যোগ দেবেন প্রধানমন্ত্রী

PM Narendra Modi
PM Narendra Modi

 

নয়াদিল্লি, ৮ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার, ৯ এপ্রিল দিল্লিতে নভকার মহামন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। নভকার মহামন্ত্র দিবস হল জৈন ধর্মের আধ্যাত্মিক সম্প্রীতি ও নীতিগত চেতনার একটি গুরুত্বপূর্ণ উৎসব। অহিংসা, নম্রতা ও আধ্যাত্মিক উন্নতির নীতিতে প্রোথিত, এই মন্ত্রটি আলোকিত ব্যক্তিদের গুণাবলীর প্রতি শ্রদ্ধা জানায় এবং অভ্যন্তরীণ রূপান্তরকে অনুপ্রাণিত করে। এই দিবস সকল ব্যক্তিকে আত্মশুদ্ধি, সহনশীলতা এবং সামষ্টিক কল্যাণের মূল্যবোধের উপর প্রতিফলিত হতে উৎসাহিত করে। ১০৮টিরও বেশি দেশের মানুষ শান্তি ও ঐক্যের জন্য বিশ্বব্যাপী মন্ত্রে যোগ দেবেন।


You might also like!