Country 5 months ago

নাভি মুম্বইয়ে ভেঙে পড়ল চারতলা ভবন, চলছে উদ্ধার অভিযান

Mumbai Accident

 


মুম্বই, ২ অক্টোবর : শনিবার রাতে নভি মুম্বইয়ের কোপার খাইরানে এলাকার বনকোদে গ্রামে একটি চারতলা ভবন ভেঙে পড়ে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজনের দেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় দমকল বিভাগ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে দল অবিলম্বে সেখানে পৌঁছায়। এখন পর্যন্ত সমস্ত লোককে উদ্ধার করা হয়েছে। তবে অনুসন্ধান অভিযান এখনও চলছে। সেখানে থাকা প্রায় ৩২ জন লোক ভেঙে পড়ার আগে বেরিয়ে এসেছিলেন। বাকি 8 জন ভবনটি ধসে পড়ার সময় বেরিয়ে আসছিলেন। তাদের অবিলম্বে সরিয়ে নেওয়া হয়েছে।

আজ রবিবার সকালে একটি মৃতদেহ পাওয়া গেছে। কিন্তু এখনও পর্যন্ত তা শনাক্ত করা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে ,চলছে তদন্ত ও। 


You might also like!