Country

3 weeks ago

Birsa Munda: যথাযোগ্য মর্যাদায় পালিত জনজাতীয় গৌরব দিবস, বিরসা মুন্ডাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ গোটা দেশের

Pm Modi praise tribute to Birsa Munda (File Picture)
Pm Modi praise tribute to Birsa Munda (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ নভেম্বর: আদিবাসী সমাজের অবিসম্বাদী নেতা, স্বাধীনতা আন্দোলনের বীর সৈনিক ভগবান বিরসা মুন্ডার জন্মদিনটি বুধবার দেশজুড়ে জনজাতীয় গৌরব হিসাবে পালিত হচ্ছে। উপজাতীয় অধিকারের প্রতি তাঁর নির্ভীক চেতনা এবং উৎসর্গ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। জন্মবার্ষিকীতে ভগবান বিরসা মুন্ডাকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, লোকসভার স্পিকার ওম বিড়লা প্রমুখ।

বুধবার সকালে রাঁচিতে ভগবান বিরসা মুন্ডা মেমোরিয়াল পার্ক ও ফ্রিডম ফাইটার মিউজিয়াম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা এবং ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনও। এরপর প্রধানমন্ত্রী পৌঁছবেন ভগবান বিরসা মুণ্ডার জন্মস্থান উলিহাতু গ্রামে। সেখানে তিনি ভগবান বিরসা মুণ্ডার মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। নরেন্দ্র মোদীই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উলিহাতু গ্রাম সফর করবেন।

You might also like!