Country 6 months ago

National Committee to prepare a draft NCPD : নতুন জাতীয় সমবায় নীতির খসড়া তৈরির জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে : অমিত শাহ

National Committee to prepare a draft NCPD

 

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ একটি খসড়া জাতীয় সমবায় নীতি নথি তৈরির জন্য জাতীয় কমিটি গঠনের ঘোষণা করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভুর পৌরহিত্যে এই কমিটিতে দেশের সমস্ত প্রান্ত থেকে ৪৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয়, রাজ্য, জেলা এবং প্রাথমিক সমবায় সমিতির প্রতিনিধি; রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সচিব (সমবায়) এবং সমবায় সমিতির নিবন্ধক এবং কেন্দ্রীয় মন্ত্রক ও দফতরের আধিকারিকরা এই কমিটির অংশ।

ভারতে প্রায় ৮.৫ লক্ষ সমবায় সমিতি রয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় ২৯ কোটি, দেশের দৈর্ঘ্য এবং প্রস্থ জুড়ে বিস্তৃত। এই সমবায়গুলি কৃষি প্রক্রিয়াকরণ, দুগ্ধজাত, মৎস্য, আবাসন, তাঁত, ঋণ, বিপণন ইত্যাদির মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ মঙ্গলবার একটি নতুন জাতীয় সমবায় নীতি নথির খসড়া তৈরির জন্য জাতীয় স্তরের কমিটি গঠনের ঘোষণা করেছেন।


You might also like!