শ্রীনগর, ১৯ সেপ্টেম্বর : ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি এবং কংগ্রেস দেখানোর মতো কোনও কাজ নেই, আছে শুধুই ব্যর্থতা। একযোগে তিনটি দলকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ন্যাশনাল কনফারেন্স (এনসি), পিডিপি এবং কংগ্রেস কাশ্মীরকে ধ্বংস ছাড়া আর কিছুই দেয়নি। অন্যদিকে, বিজেপি দরিদ্র, কৃষক, যুবসমাজ এবং মহিলাদের জন্য বড় উদ্দেশ্য নিয়ে নির্বাচনে প্রবেশ করেছে।
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "তিনটি পরিবার কাশ্মীরের রাজনীতিতে 'জামহুরিয়াত' এবং 'কাশ্মীরিয়াত'কে অবমূল্যায়ন করেছে। তাঁরা এখানে রাজনীতিকে নিজেদের ব্যক্তিগত 'জায়গির' হিসাবে বিবেচনা করে, নতুন নেতাদের উত্থান থেকে বিরত রাখে। তাঁরা আশঙ্কা করেছিল, স্থানীয় এজেন্সি নির্বাচনগুলি তাঁদের পরিবারতান্ত্রিক শাসনকে চ্যালেঞ্জ করে নতুন মুখদের ক্ষমতায়ন করবে।" প্রধানমন্ত্রীর কথায়, "এতে গণতন্ত্রের প্রতি তরুণদের আস্থা নষ্ট হয়েছে। কংগ্রেস, এনসি ও পিডিপি বিশৃঙ্খলায় সন্তুষ্ট! এই পরিবারগুলি তাঁদের আধিপত্যকেই সব কিছু বলে বিশ্বাস করে মানুষের অধিকার কেড়ে নেয়। এই পরিস্থিতি জম্মু ও কাশ্মীরের জন্য সত্যিই উদ্বেগজনক!"
প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "আপনাদের সকলের কাছে আমার আবেদন ২৫ সেপ্টেম্বর ভোটের দিন সমস্ত রেকর্ড ভেঙ্গে দিতে হবে। বিজেপিকে সুযোগ দিতে হবে। গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির জন্য বিজেপি প্রার্থীরা আপনাদের মধ্যে রয়েছেন।"