Country

2 months ago

Narendra Modi:নারী শক্তি বন্দন বিল নতুন ভারতের গণতান্ত্রিক প্রতিশ্রুতির অঙ্গীকার : প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর  : নারী শক্তি বন্দন বিল নতুন ভারতের গণতান্ত্রিক প্রতিশ্রুতির অঙ্গীকার। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আজ আমি দেশের প্রতিটি মা, বোন ও কন্যাকে অভিনন্দন জানাচ্ছি। গতকাল এবং পরশু আমরা সবাই একটি নতুন ইতিহাস তৈরি হতে দেখেছি এবং আমরা সবাই ভাগ্যবান যে লক্ষ লক্ষ মানুষ আমাদের এই ইতিহাস তৈরি করার সুযোগ দিয়েছেন। সংসদে মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ার পর শুক্রবার সকালে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা জানানো হয়। মহিলা-শক্তিকে মাথা নত করে প্রণাম করেন প্রধানমন্ত্রী মোদী।

পরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "এই সিদ্ধান্ত এবং এই দিনটি আগামী বহু প্রজন্মের জন্য আলোচিত হবে। সংসদের উভয় কক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ''নারী শক্তি বন্দন আইন'' পাশ করার জন্য আমি সমগ্র দেশকে অভিনন্দন জানাই।" প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, "কখনও কখনও একটি সিদ্ধান্ত একটি দেশের ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে। আজ আমরা সবাই এমন একটি সিদ্ধান্তের সাক্ষী হয়েছি।"

প্রধানমন্ত্রীর কথায়, "নারী শক্তি বন্দন আইন সংসদের উভয় কক্ষে রেকর্ড ভোটে পাস হয়েছে। গত কয়েক দশক ধরে দেশবাসী যে স্বপ্নের অপেক্ষায় ছিল তা এখন পূরণ হয়েছে।"


You might also like!