Country

7 months ago

Narendra Modi :বারাণসী থেকে ৭৯,৪৯৫ ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

বারাণসী, ৪ জুন : বিজেপি প্রার্থী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসী লোকসভা আসন থেকে ১৩ তম রাউন্ডের গণনাতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডি জোটের অজয় রাইয়ের থেকে ৭৯,৪৯৫ ভোটে এগিয়ে রয়েছেন। এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী পেয়েছেন ২,৯৭,২২২ ভোট এবং অজয় রাই পেয়েছেন ২,১৭,৭২৭ ভোট।

বিজেপি কর্মীরা, প্রধানমন্ত্রী মোদীর ক্রমাগত অগ্রগতি দেখে উচ্ছ্বসিত।বিজেপি অনগ্রসর শ্রেণীর মোর্চা কর্মীরা নিউ রোড গীতা মন্দিরের কাছে আতশবাজি ফাটিয়ে এবং একে অপরকে মিষ্টি খাওয়ানোর মাধ্যমে উদযাপন করেছে। মনে করা হচ্ছে, নরেন্দ্র মোদী সহ সাত প্রার্থীর ভাগ্য পরীক্ষা তিনটে নাগাদ হয়ে যাবে। পোস্টাল ব্যালট গণনা শেষে পাহাড়িয়ায় অবস্থিত গণনাস্থলে ইভিএম ভোট গণনা শুরু হয়। প্রায় ৩০ রাউন্ড ধরে ভোট গণনা চলবে। রাজনৈতিক বিশ্লেষক থেকে সাধারণ মানুষ মনে করছেন, বারাণসী থেকে মোদীর জয় নিশ্চিত। তবে জয়ের ব্যবধান কত হবে সেটাই দেখার। যদিও প্রাথমিক পর্যায়ে অজয় রাই বিজেপি প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন।


You might also like!