নয়াদিল্লি, ৫ জুন :বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সকালে দিল্লিতে বিজেপির সদর দফতরে বৃক্ষরোপণ করেন নাড্ডা। বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ণের বার্তা তুলে ধরেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
নাড্ডা এদিন টুইট করে জানিয়েছেন, "বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নতুন দিল্লিতে বিজেপি সদর দফতরে বৃক্ষরোপণ করেছি। প্রকৃতির সংরক্ষণ ও প্রচার আমাদের সংস্কৃতির পাশাপাশি দায়িত্বও। আসুন আমরা সবাই মিলে জীবের কল্যাণে গাছ লাগাই এবং পরিবেশ রক্ষার অঙ্গীকার করি।"
উল্লেখ্য, ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। জলবায়ু পরিবর্তন-এর ক্ষতিকর প্রভাব এবং পরিবেশ রক্ষা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই দিনটি পালনের মূল উদ্দেশ্য। এ বছর দিনটি পালনের মূল ভাবনা, প্লাস্টিক দূষণ প্রতিরোধে ব্যবস্থা।