মুম্বই, ৯ জুন: শনিবার সন্ধ্যা-রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিতে ভাসলো মুম্বই। যার জেরে জলমগ্ন মুম্বইয়ের বেশকিছু অংশ। হাঁটু অবধি জল জমে যায় কয়েকটি রাস্তায়। ব্যাহত হয় যান চলাচল।
আগামী ২-৩ দিনে বর্ষা ঢুকবে মুম্বইতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। হওয়া অফিস এও জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।