গোপেশ্বর/জোশীমঠ, ১৫ সেপ্টেম্বর : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা গাড়ওয়ালের সাংসদ তীরথ সিং রাওয়াতের নাম এশিয়া বুক অফ রেকর্ডসে নথিভুক্ত হল। এই খবরে গাড়ওয়াল সংসদীয় এলাকার সমস্ত বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের ঢেউ।
গাড়ওয়ালের সাংসদ তীরথ সিং রাওয়াত অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তার সংসদীয় এলাকায় জনগণের সঙ্গে তাঁর উপস্থিতি চোখে পড়ার মত। তিনি সর্বদা মানুষের মধ্যে যোগাযোগ বজায় রাখেন।
সম্প্রতি স্বাধীনতার অমৃত উৎসবে প্রতিটি ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে ১৫ আগস্ট ভারতের শেষ গ্রাম মানায় গিয়ে উপজাতির মানুষের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন করেন। ভারতীয় সীমান্তে অবস্থানরত সৈন্যদের উদ্দেশে তিনি মিষ্টি বিতরণের মাধ্যমে উৎসাহিত করেন এবং ভারত-চিন সীমান্তের দেবদেবীতে তেরঙ্গা উত্তোলন করেন।