Country

3 weeks ago

MP Rajeev Bhattacharya:জনগণকে নিজেদের মধ্যে 'ঐক্য' বজায় রাখার আহ্বান জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্য

MP Rajeev Bhattacharya
MP Rajeev Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গোৎসবের মহাষষ্ঠীতে ত্রিপুরার একমাত্র রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বনমালিপুর বিধানসভার অধীন জগাহরিমুড়ায় সরোজ সংঘের পূজা মণ্ডপের উদ্বোধন করেন। মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানেও অংশ নেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

সাংবাদিকদের সাথে কথা বলার সময়, সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রধান উৎসব হওয়ায় দুর্গাপূজা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের মধ্যে ঐক্যের চেতনা তৈরি করে। নাগরিকদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ঐশ্বরিক মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে রাজীব ভট্টাচার্য জনগণকে নিজেদের মধ্যে 'ঐক্য' বজায় রাখার আহ্বান জানান।

You might also like!