Country

6 months ago

Ragav Chadda : সাংসদ রাঘব চাড্ডাকে গুজরাটের সহকারী ইনচার্জ করল আম আদমি পার্টি

Ragav Chadda

 

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর  : আম আদমি পার্টি ফেরও রাজ্যসভার সদস্য রাঘব চাড্ডাকে গুজরাটের সহকারী ইনচার্জ নিযুক্ত করেছে। একইভাবে, তাকে পঞ্জাব বিধানসভা নির্বাচনেও একটি বড় দায়িত্ব দেওয়া হয়েছিল।

এই বছরের শেষ দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। গুজরাট নির্বাচনে পরিবর্তনের বড় দাবি করছে আম আদমি পার্টি। দলের জাতীয় আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মণীশ সিসোদিয়া ধারাবাহিকভাবে গুজরাট সফর করছেন। কেজরিওয়াল বলেন, গুজরাটে ক্ষমতাসীন বিজেপির বিকল্প হবে আম আদমি পার্টি।

You might also like!