নয়াদিল্লি, ২৬ আগস্ট : মহারাষ্ট্রের নান্দেদের কংগ্রেস সাংসদ বসন্তরাও চহ্বান দীর্ঘ রোগভোগের পরে সোমবার হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে লিখেছেন, লোকসভার সাংসদ বসন্তরাও বলবন্তরাও চহ্বান এর প্রয়াণে মর্মাহত। সাংসদ হিসেবে তিনি জনগণের কল্যাণ ও মহারাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমি তাঁর পরিবার-পরিজনদের সমবেদনা জানাই।