Country

1 week ago

Monsoon to come in mumbai :২-৩ দিনের মধ্যে বর্ষা ঢুকবে মুম্বইয়ে, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস

Monsoon to come in mumbai
Monsoon to come in mumbai

 

মুম্বই, ৮ জুন : আগামী ২-৩ দিনের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে বাণিজ্যনগরী মুম্বইয়ে। রবিবার অথবা সোমবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে মুম্বইয়ে। এমনটাই জানিয়েছে মুম্বইয়ের আঞ্চলিক আবহাওয়া দফতর। মুম্বই আইএমডি-র প্রধান সুনীল কাম্বলে বলেছেন, আগামী ২-৩ দিনের মধ্যেই মুম্বইয়ে বর্ষা এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রবিবার অথবা সোমবার থেকে মুম্বইয়ে বৃষ্টি শুরু হবে।

এদিকে, মহারাষ্ট্র ও কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে মহারাষ্ট্র এবং উপকূলীয় ও উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে উত্তর-পশ্চিম ভারতের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!