কানপুর, ১৩ এপ্রিল : আগামী ১৭ এপ্রিল পর্যন্ত কানপুর সফরে থাকছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত। এই সময়ে কানপুরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে সঙ্ঘ প্রধানের। রবিবার আরএসএস সূত্রে জানা গিয়েছে, আরএসএস প্রধান মোহন ভাগবত ১৩ থেকে ১৭ এপ্রিল কানপুর সফর করবেন। ১৪ এপ্রিল তিনি আরএসএসের নতুন অফিস উদ্বোধন করবেন। অফিস প্রাঙ্গণে তিনি ডঃ ভীমরাও আম্বেদকর অডিটোরিয়ামও উদ্বোধন করবেন। কানপুর সফরকালে, ভাগবত ১৫ এবং ১৬ এপ্রিল কয়লা নগর এবং নিরালা নগরে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং শাখাগুলিতে অংশগ্রহণ করবেন।