Country

1 year ago

Jammu jeweler made silver lotus: মোদীর শপথগ্রহণ, রুপোর পদ্ম গড়লেন জম্মুর স্বর্ণকার

Modi's swearing in, Silver Padma made by goldsmiths of Jammu
Modi's swearing in, Silver Padma made by goldsmiths of Jammu

 

শ্রীনগর, ৯ জুন: রবিবার তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এনডিএ-র সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন তিনি। রবি সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন মোদী।

মোদীর শপথ গ্রহণের হ্যাটট্রিককে কেন্দ্র করে শুধু দিল্লিতেই নয়, গোটা দেশজুড়ে সাজো সাজো রব। এবার মোদীর জন্য বড় একটি ফ্রেম বন্দি রুপোর পদ্ম তৈরি করলেন জম্মু ও কাশ্মীরের এক স্বর্ণকার। নরেন্দ্র মোদীর নির্বাচনী সাফল্যে খুশি হয়ে এই পদ্মটি বানিয়েছেন তিনি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই রূপোর পদ্ম।

You might also like!