দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা ভোটে তিনি চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন। এর মধ্যে তার দল বিজেপি একাই ৩৭০ এর বেশি আসন দখল করবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।অন্য রাজ্যের মতো বাংলায় কী ফলাফল হবে, তা নিয়েও চলছে আলোচনা। এই পরিস্থিতিতে ‘ইন্ডিয়া টুডে’ মুড অফ দ্য নেশন (Mood of the Nation) সমীক্ষা প্রকাশ করেছে। আর সেই সমীক্ষা অনুযায়ী, রাজ্যে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসই (TMC)। ৪২টি আসনের মধ্যে সবথেকে বেশি আসন পাবে ঘাসফুল শিবিরই। তবে বিজেপির (BJP) আসনসংখ্যা বাড়বে।
কে কত আসন পেতে পারে? সমীক্ষার দাবি, তৃণমূল পাবে ২২টি আসন। বিজেপি পাবে ১৯টি। আর কংগ্রেস (Congress) জিতবে একটি আসনে। প্রসঙ্গত, ২০১৯ সালে বিজেপি জিতেছিল ১৮টি আসনে। কংগ্রেস পেয়েছিল ২টি আসন। এবার তার মধ্যে একটি আসন পদ্ম শিবির জিতবে বলেই দাবি। তৃণমূলের আসন অপরিবর্তিতই থাকবে।বাংলার সব লোকসভা কেন্দ্র্রেই সমীক্ষা চালানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৩৫ হাজার ৮০১ জনকে। ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে এবছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ওই সমীক্ষা চালানো হয়েছে।বাংলাতে একা চলার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল ৪২ আসনেই প্রার্থী দিচ্ছে। কংগ্রেসের সঙ্গে জোট গঠনের সম্ভাবনা তৈরি হলেও দ্রুত আসন বণ্টন শেষ করার কথা বলছিলেন তৃণমূল নেতারা। কিন্তু কংগ্রেস হাইকম্যান্ডের তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। এদিকে জোট না-হওয়ার পিছনে সিপিএমের অদৃশ্য হাত দেখছে অনেকে। ফলত, বাংলায় তৃণমূল একাই লড়ার সিদ্ধান্ত নিয়েছে। সমীক্ষার ফল কিন্তু ইঙ্গিত দিচ্ছে, এর ফলে ঘাসফুল শিবিরের কোনও ক্ষতিবৃদ্ধি হচ্ছে না। বরং আসন খোয়াতে হতে পারে হাত শিবিরকেই।