Country

1 year ago

Modi pays tribute to Gandhiji Bajpai: শপথগ্রহণের সকালে রাজঘাটে মোদী, শ্রদ্ধা জানালেন গান্ধীজি-বাজপেয়ীকে

Modi paid tributes to Gandhiji-Vajpayee at Rajghat on the morning of swearing-in
Modi paid tributes to Gandhiji-Vajpayee at Rajghat on the morning of swearing-in

 

নয়াদিল্লি, ৯ জুন: শপথ নেওয়ার আগে রবিবার সকালে রাজঘাটে পৌঁছে গেলেন নরেন্দ্র মোদী। সেখানে মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর স্মৃতিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন মোদী।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। নেহরুর পর এই প্রথম কোনও রাষ্ট্রনেতা তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন।

You might also like!