নয়াদিল্লি, ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস-এ ''একটি গাছ মায়ের নামে'' অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানের অংশ হিসেবে দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি চারাগাছও রোপণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময়ে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাও।
৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়। পরিবেশ সম্পর্কে সচেতনতার প্রসারে দিনটি পালিত হয়। পরিবেশ দিবসের এবারের মূল ভাবনা ভূমি পুনরুদ্ধার এবং মরু ও খরা পরিস্থিতি নিয়ন্ত্রণ। ১৯৭২ সালে স্টকহোম সম্মেলনে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ প্রথম এই দিনটি পালনের সূচনা হয়। তারপর ১৯৭৩ সাল থেকে প্রতিবছর ৫ জুন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হচ্ছে। এর উদ্দেশ্য হল পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পরিবেশের উন্নয়নে বিভিন্ন ব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতার পথ আরও সম্প্রসারিত করা।