Country

8 months ago

Pawan Kalyan: মোদীজি সত্যিকারে দেশকে অনুপ্রাণিত করেছেন : পবন কল্যাণ

Modi ji truly inspired the country: Pawan Kalyan
Modi ji truly inspired the country: Pawan Kalyan

 

নয়াদিল্লি, ৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন দক্ষিণী অভিনেতা তথা জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ। তিনি বলেছেন, মোদীজি সত্যিকারে দেশকে অনুপ্রাণিত করেছেন। শুক্রবার সংবিধান সদন (পুরানো সংসদ)-এর সেন্ট্রাল হলে এনডিএ সংসদীয় দলের বৈঠকে অংশ নেন পবন কল্যাণ।

মোদীকে এনডিএ সংসদীয় দলের নেতা হিসেবে যে প্রস্তাব পেশ করা হয়, তা তিনি সমর্থন করেন। পরে পবন কল্যাণ বলেছেন, "মোদীজি আপনি সত্যিই দেশকে অনুপ্রাণিত করছেন। যতদিন আপনি এই দেশের প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন আমাদের দেশ কারও কাছে মাথা নত করবে না।"

You might also like!