খুন্তি, ২৩ সেপ্টেম্বর : প্রকৃত অর্থে আদিবাসীদের মূল স্রোতে আনার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জোর দিয়ে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার ঝাড়খণ্ডের খুন্তিতে এক নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি ভগবান বিরসা মুণ্ডার গ্রামে গিয়েছিলেন। তাঁর গ্রামের ভূমিকে প্রণাম করেছিলাম। একজন আদিবাসী কন্যাকে দেশের রাষ্ট্রপতি করা হয়েছে। প্রকৃত অর্থে আদিবাসীদের মূল স্রোতে আনার কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নাড্ডা বলেছেন, "১৫ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস হিসাবে পালিত হয়, প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নিয়েছেন, ভগবান বিরসা মুণ্ডার ১৫০-তম জন্মবার্ষিকীকে 'জনজাতি গৌরব বর্ষ' হিসাবে চিহ্নিত করবেন। দ্রৌপদী মুর্মু হলেন আদিবাসী সম্প্রদায়ের প্রথম মহিলা যাকে ভারতের রাষ্ট্রপতি করা হয়েছে।"