নয়াদিল্লি, ২৯ আগস্ট : স্বাধীনতার পর থেকে ভারতে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হল মোদী সরকার। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না নিয়ে কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা করে বলেন, "লাল কেল্লার প্রাচীর থেকে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছিলেন৷ কিন্তু বিজেপি আপ বিধায়কদের কেনার চেষ্টা করেছে। এটি তাদের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। "
জাতীয় রাজধানীতে সরকারী স্কুলে ক্লাসরুম তৈরী নিয়ে দুর্নীতির বিষয়ে বিজেপির যাবতীয় অভিযোগ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল খরিজ করে দিয়েছেন। দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে আস্থা প্রস্তাব পেশ করে তিনি বলেন, বিজেপির এই অভিযোগ সত্য থেকে বহুগুণ দূরে। মদের লাইসেন্স বন্টন নিয়ে উদ্দেশ্যপ্রনোদিত ভাবে অনিয়মের অভিযোগ তোলার পর তারা নতুন অভিযোগ সামনে আনছে বলেও কেজরিওয়াল জানান।
তিনি আরও বলেন, “দিল্লিতে বিজেপির ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হয়েছে তা দেখানোর জন্য আমি একটি আস্থা প্রস্তাব আনছি। প্রতিটি বিধায়কের জন্য ২০ কোটি টাকার প্রস্তাব সত্ত্বেও আপ থেকে একটি বিধায়কও কিনতে পারেনি বিজেপি।” কেজরিওয়াল অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার ভারতের স্বাধীনতার পর থেকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার। সারা দেশের মানুষ মূল্যবৃদ্ধি নিয়ে খুব চিন্তিত, কিন্তু বিজেপি সব কিছুর ওপর কর বাড়াচ্ছে। দুধ, দই, আটা ও বাটার মিল্কের ওপর কর আরোপ করেছে। কেজরিওয়াল আরও অভিযোগ করেন, বিজেপি মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গোয়া এবং অন্যান্য সরকারকে পতন করেছে। এখন ঝাড়খণ্ড সরকার ভেঙে যেতে চলেছে। তিনি বলেন, কেন্দ্র জনগণের উপর করের বোঝা চাপিয়ে অন্যান্য বিরোধী দলগুলির হাতে থাকা রাজ্য সরকারগুলিকে পতনের চেষ্টা চালাচ্ছে।