নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : গত ১০ বছরে অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদার করে শক্তিশালী ভারত প্রতিষ্ঠায় সফল হয়েছে মোদী সরকার। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, "ভারতে ১০ বছর উন্নয়ন, নিরাপত্তা এবং দরিদ্রদের কল্যাণে উৎসর্গ করার পর, ভারতের জনগণ বিজেপি এবং তাঁদের জোটের দলগুলিকে একটি জনাদেশ দিয়েছে... গত ৬০ বছরে ওই প্রথমবার এমনটা হয়েছে। এতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। আমরা নীতির বাস্তবায়ন দেখেছি... গত ১০ বছরে মোদী সরকার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা জোরদার করে একটি শক্তিশালী ভারত প্রতিষ্ঠায় সফল হয়েছে... প্রধানমন্ত্রী মোদী নতুন শিক্ষানীতি নিয়ে এসেছেন, যার মধ্যে রয়েছে আমাদের প্রাচীন শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক শিক্ষা, যা আমাদের আঞ্চলিক ভাষাকেও সম্মান করে।"
মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম ১০০ দিন উপলক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার একটি পুস্তিকা উন্মোচন করেছেন। এই অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, "দেশের অনেক প্রতিষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে 'সেবা পক্ষওয়াড়া' হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত, আমাদের দলের কর্মীরা জনগণকে সাহায্য করবেন... প্রধানমন্ত্রী মোদী একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের প্রধানমন্ত্রী হয়েছেন। ১৫টি বিভিন্ন দেশ তাঁকে নিজেদের সর্বোচ্চ সম্মান দিয়েছে... ১৪০ কোটি ভারতীয় তাঁর দীর্ঘায়ু কামনা করছেন।"