বারাণসী, ১১ এপ্রিল : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার উত্তর প্রদেশের বারাণসীতে ৩,৮৮৪.১৮ কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের চেক এবং আয়ুষ্মান কার্ড বিতরণ করেছেন। মুখ্যমন্ত্রী যোগী-আদিত্যনাথের নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকারের ৮ বছর পূর্ণ হওয়ার পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বারাণসী সফর। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ৩৮৮৪.১৮ কোটি টাকা মূল্যের ৪৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭০ বছরের বেশি বয়সী তিনজন বয়স্ক ব্যক্তিকে আয়ুষ্মান কার্ড, তিনটি ভৌগোলিক নির্দেশক (জিআই) শংসাপত্র প্রদান করেন এবং বনাস ডেয়ারি (আমুল)-র সাথে যুক্ত রাজ্যের দুগ্ধ চাষীদের ১০৬ কোটি টাকার বোনাসও হস্তান্তর করেন।