Country 6 months ago

Modi at a program of Self Help Groups in Sheopur : গ্রামে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথ প্রশস্ত করবে সরকার : প্রধানমন্ত্রী

Modi at a program of Self Help Groups in Sheopur

 

শেওপুর, ১৭ সেপ্টেম্বর : গ্রামে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন পথ প্রশস্ত করবে কেন্দ্রীয় সরকার। আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মধ্যপ্রদেশের শেওপুরে স্বনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, গ্রামীণ অর্থনীতিতে মহিলা উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে আমাদের সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে। 'এক জেলা, এক পণ্য'-এর মাধ্যমে আমরা প্রতিটি জেলা থেকে বড় বাজারে স্থানীয় পণ্য নিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী বলেছেন, বিগত ৮ বছরে আমরা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ক্ষমতায়ন করার জন্য সমস্ত উপায়ে সাহায্য করেছি। বর্তমানে সমগ্র দেশে ৮ কোটিরও বেশি মহিলা এই অভিযানের সঙ্গে যুক্ত। আমাদের লক্ষ্য প্রতিটি গ্রামীণ পরিবার থেকে অন্তত একজন বোনকে এই অভিযানের সঙ্গে যুক্ত করা।" স্বনির্ভর গোষ্ঠীর এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, বিগত শতাব্দীর ভারত এবং এই শতাব্দীর নতুন ভারতের মধ্যে একটি বিশাল পার্থক্য রয়েছে, নতুন ভারত আমাদের নারী শক্তির প্রতিনিধিত্ব হিসাবে এসেছে। আজকের নতুন ভারতে পঞ্চায়েত ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত নারী শক্তির পতাকা উড়ছে। নিজের জন্মদিনের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, এই দিনে, আমি সাধারণত আমার মায়ের কাছে যাই, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ চাই। আজ আমি তার কাছে যেতে পারিনি, কিন্তু কঠোর পরিশ্রমী লক্ষ লক্ষ মা আজ এখানে আমাকে আশীর্বাদ করছেন।

You might also like!