নয়াদিল্লি, ১১ জুন: কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করলেন অর্জুন রাম মেঘওয়াল। এর আগেও এই মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি। একইসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অর্জুন রাম মেঘওয়াল।
মঙ্গলবার কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রকের দায়িত্বভার গ্রহণ করার পর অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, "আইন ও বিচার বিভাগ হল মোদী ৩.০ সরকারের একটি প্রাথমিক লক্ষ্য। আমাদের ফৌজদারি ব্যবস্থা, আইপিসি, সিআরপিসি এবং সাক্ষ্য আইন সম্পর্কিত আইনগুলি ভারতীয় প্রয়োজন অনুসারে সংশোধন করা হয়েছে। সেগুলি ১ জুলাই থেকে কার্যকর করা হবে।"