Country

2 months ago

Misa Bharati RJD : জমির বিনিময়ে চাকরি মামলায় দিল্লির আদালতে হাজিরা মিসা ভারতীর, ৮ মে ফের শুনানি

Misa Bharti
Misa Bharti

 

নয়াদিল্লি, ২৯ মার্চ : জমির বিনিময়ে রেলে চাকরি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী। বুধবার সকালে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজিরা দিয়েছেন আরজেডি সাংসদ মিসা। এদিন শুনানির সময় সিবিআই-কে আদালত বলেছে, সমস্ত অভিযুক্তকে চার্জশিটের কপি সরবরাহ করতে হবে।

     উল্লেখ্য, জমির বিনিময়ে রেলে চাকরি মামলার তদন্ত করছে সিবিআই। এই মামলার তদন্ত করছে ইডিও। সিবিআই-কে আদালত এদিন বলেছে, এই মামলার সমস্ত অভিযুক্তকে চার্জশিটের কপি সরবরাহ করতে হবে। মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে আগামী ৮ মে।


You might also like!