Country

1 year ago

Amit Shah launched 4 smart schools : আহমেদাবাদ: ৪টি স্মার্ট স্কুল চালু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

Minister Amit Shah launched 4 smart schools
Minister Amit Shah launched 4 smart schools

 

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর : রবিবার আহমেদাবাদ এবং গান্ধীনগরে চারটি স্মার্ট স্কুলের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

আহমেদাবাদের থালতেজে পৌর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনা অনুপম স্কুল সহ আরও তিনটি স্কুল এবং গান্ধীনগরের একটি স্কুল সহ চারটি স্মার্ট স্কুলের উদ্বোধন করা হয়েছে। আহমেদাবাদের থালতেজ, নাভা ভাদজ, ঘাটলোদিয়া এলাকায় স্মার্ট স্কুল স্থাপন করা হয়েছে।

এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকাল ১১টায় কাঙ্করিয়ার ট্রান্সস্টাডিয়ায় ৬ তম অল ইন্ডিয়া জেল ডিউটি ​​মিটে যোগ দেওয়ার কথা রয়েছে। ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ আধিকারিকরা এই তিন দিনের অনুষ্ঠানে অংশ নেবেন।

You might also like!