Country

1 week ago

Narendra Modi :১০ বছরে স্বচ্ছ ভারত মিশনকে নিজেদের লক্ষ্যে পরিণত করেছেন কোটি কোটি ভারতবাসী : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২ অক্টোবর : বিগত ১০ বছরে স্বচ্ছ ভারত মিশনকে নিজেদের ব্যক্তিগত লক্ষ্যে পরিণত করেছেন কোটি কোটি ভারতবাসী। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বচ্ছ ভারত মিশনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "গত ১০ বছরে, কোটি কোটি ভারতীয় স্বচ্ছ ভারত মিশনকে নিজেদের ব্যক্তিগত লক্ষ্যে পরিণত করেছেন। এক দশকের এই যাত্রার পর, আমি সমস্ত দেশবাসী, পরিচ্ছন্নতা কর্মী, আধ্যাত্মিক নেতা, আমাদের খেলোয়াড়, সেলিব্রিটি, এনজিও এবং মিডিয়া ব্যক্তিদের অবদানের প্রশংসা করি। আপনারা সবাই স্বচ্ছ ভারত মিশনকে জনগণের বিপ্লবে পরিণত করেছেন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি এই অভিযানে অংশ নিয়েছিলেন এবং 'স্বচ্ছতা হি সেবা'-তে অবদান রেখেছিলেন। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জনপ্রতিনিধিরাও পরিচ্ছন্নতা অভিযানে অবদান রেখেছেন।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ১০ হাজার কোটি টাকার পরিচ্ছন্নতা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মিশন অমৃতের অংশ হিসাবে, বিভিন্ন শহরে জল এবং পয়ঃনিষ্কাশন শোধনাগার স্থাপন করা হবে। সেটা নমামি গঙ্গে সম্পর্কিত কাজ হোক অথবা আবর্জনা থেকে বায়োগ্যাস তৈরির জন্য 'গোবর্ধন' প্ল্যান্ট, এই সবই স্বচ্ছ ভারত মিশনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।"

You might also like!